গবাদি পশুর মশা ও পোকামাকড়জনিত বিভিন্ন রোগের প্রতিরোধ ও প্রতিকার নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘ফিনিস লিকুইড স্প্রে অ্যাক্টিভেশন ২০২৪’-এর আয়োজন করা হয় মানিকগঞ্জের গরুর খামারিদের জন্য। এই কর্মসূচির প্রথম অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গত ২৮শে মার্চ, মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রাণিসম্পদ অফিসের হল রুমে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. পার্বতী পাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, যিনি খামারিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল বক্তব্য প্রদান করেন। এছাড়াও প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি টেকনিশিয়ানগণও অনুষ্ঠানে অংশগ্রহণ করে গরুর স্বাস্থ্য সংক্রান্ত নানা দিক তুলে ধরেন। এই প্রোগ্রামের সমন্বয়কের দায়িত্ব পালন করেন আমাদের ব্র্যান্ড ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মি. সামি উর রহমান এবং এক্সিকিউটিভ মিস জান্নাতুল নাঈম। এছাড়াও মানিকগঞ্জ টেরিটরির টিএসও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত খামারিদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান এবং ফিনিস লিকুইড স্প্রে সম্পর্কিত তথ্য জানাতে আমাদের টিম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। গরু পালন সম্পর্কিত নানা সমস্যার সমাধান নিয়েও আলোচনা হয়। মানিকগঞ্জের প্রায় ১০০ জন খামারির সরাসরি অংশগ্রহণে এই অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। খামারিদের এমন আন্তরিক অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।
01
Apr
2024